বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত চলমান ‘বিগ বস’-এর ১৪তম মৌসুমের ট্যালেন্ট ম্যানেজার পিস্তা ধাকার (২৪) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
স্পটবয়ের বরাতে বলিউড বাবল ও ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারা যান পিস্তা। ফিল্ম সিটিতে বিগ বসের ‘উইকেন্ড বা বার-এর শুটিং শেষে পিস্তা ও তাঁর টিম ফিরছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।
Such a joyful, vibrant, and a happy soul. You will be missed by everyone who's life you touched #RIP Pista😢🙏🏻
— Shehnaaz Gill (@ishehnaaz_gill) January 16, 2021
পিস্তা দীর্ঘদিন ‘এন্ডেমল শাইন ইন্ডিয়া’র ট্যালেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তিনি শুধু বিগ বসই নয়, রিয়েলিটি শো ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কি খিলাড়ি’ ও ‘দ্য ভয়েস’-এ কাজ করেছেন। চলমান বিগ বসের ১৪তম মৌসুমের প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে তাঁর সদ্ভাব ছিল। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সবাই ভেঙে পড়েছেন।
সাবেক বিগ বস প্রতিযোগী কাম্য পাঞ্জাবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পিস্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিগ বসের গত মৌসুমের প্রতিযোগী শেহনাজ গিল টুইটারে পিস্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।