মহান বিজয় দিবস উপলক্ষে ৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ৪ জন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্র্যাব)।
গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত ট্র্যাব-বিজয় দিবস সম্মাননা ২০২৩ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশবরেণ্য কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির চেয়ারম্যান ড, সেলিনা হোসেন।
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হান্নানা বেগম, আনোয়ার হোসেন খান, মোঃ আজহার আলী তালুকদার, জিয়াউল কবির দুলু, ড, মোঃ শাহ আলম, অ্যাডভোকেট মোঃ এস এ খান তোফায়েল ও সমর বড়ুয়াকে এ বছর ট্র্যাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এছাড়া শিক্ষক, লেখক ও গবেষক নন্দিনী লুইজা, বিশিষ্ট সংগীত ও অভিনয়শিল্পী নাজিয়া ফারহা, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও শিক্ষক সাবরিনা খান তন্দ্রা এবং নারী উদ্যোক্তা ফারহান ই সাফরিন’কে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবারের বিজয় দিবস সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধা সন্তানদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন দেশবরেণ্য কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির চেয়ারম্যান ড, সেলিনা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেওয়ান সাইদুল হাসান, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার, দৈনিক রাঙামাটি পত্রিকার প্রকাশক জাহাঙ্গীর কামাল, মাদক প্রতিরোধ নিউজ এর সম্পাদক ড, জাহিদ আহমেদ চৌধুরী বিপুল, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর।