দিনাজপুর প্রতিনিধি:
বিদায়ী দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক ও রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি মো. মাহমুদুল আলমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। রাজ দেবোত্তর এস্টেটে এজেন্ট রণজিৎ কুমার সিংহ’র নেতৃত্বে সদস্য রতন সিং, ডাঃ ডিসি রায়, ভবানী শংকর আগারওয়ালা, বিমল কুমার সরকার, ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা দেন। এসময় দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল উপস্থিত ছিলেন। রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম রাজ দেবোত্তর এস্টেটের উন্নয়নে যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন। এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, জেলা প্রশাসক মাহামুদুল আলম আমাদের যে দায়িত্ব দিয়েছেন আমরা তা সৎ ও নিষ্ঠাভাবে পালন করবো। তিনি জেলা প্রশাসকের সুস্বাস্থ্য এবং আগামীতে আরও পদোন্নতি ঘটুক এই কামনা করেন।
