অনলাইন ডেস্ক : ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ রাকিবুল ইসলাম নামে দুবাইগামী এক যাত্রীকে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। আটক যাত্রীর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়। তিনি রাত ৮টার ফ্লাইটের দুবাইগামী যাত্রী ছিল।
গত মঙ্গলবার রাতে ইমিগ্রেশন শেষে তল্লাশির সময় ওই যাত্রীকে বিদেশী মুদ্রাসহ আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৭ ফ্লাইটের যাত্রী রাকিবুলের কাছে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া যায়। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।