ময়মনসিংহ ব্যুরো :
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষা জাত বিনা সরিষা-১.বিনা সরিষা-৪ ও বিনা সরিষা -১০ এর বীজ বিনামূল্যে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের পরানগঞ্জ, চর সিরতা , চর ঈশ্বরদিয়া ও চর নীলক্ষিয়া এলাকার ১৫০ জন কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে সরিষা বীজ গত ৬ নভেম্বর শুক্রবার বেলা ২টায় বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনার ম্যানেজম্যান্ট বোর্ডের সদস্য এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সভাপতিত্ব করেন বিনার মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিঞ্জানী ড.মির্জা মোফাজ্জল ইসলাম। বক্তব্য রাখেন বিনার পরিচালক প্রশাসন ও সাপোর্ট সার্ভিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিঞ্জানী ড.মোঃ আবুল কালাম আজাদ, বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ড. মোঃ আব্দুল মালেক, বিনার খ্যাতিসম্পন্ন বিঞ্জানী ড.মোঃ শহীদুল ইসলাম, স্থানীয় পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সমসের আলী সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা সামিউল হক। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও কর্মকর্তাগণ চাষিদের হাতে বীজ বিতরণ করেন। চরঈশ্বরদিয়া এলাকায় বীজ বিতরণকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে সিরতা, চরঈশ্বরদীয়া ও নীলক্ষিয়া এলাকার চাষীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য পরানগঞ্জের কৃষকদের সমন্বয়কারী হচ্ছে মোঃ মাহবুবুর রহমান কাজল, চর সিরতা কৃষকদের সমন্বয়কারী হচ্ছেন, সামছুল হক বাবলু, চর ঈশ্বরদীয়ার কৃষকদের সমন্বয়কারী হচ্ছেন মোঃ মোক্তার হোসেন ও চরনীলক্ষিয়ার এলাকার কৃষকদের সমন্বয়কারী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হযরত আলী।
