ময়মনসিংহ অফিস :
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পকালীন উন্নত ও উচ্চফলনশীল ধান, গম, সরিষা, মুগ, বাদাম, ছোলা, মসুর, পেঁয়াজ, মরিচ, হলুদসহ ১৮টি ফসলের ১১২টি জাতের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত সোমবার বিনা কনফারেন্স রুমে কর্মসুচী বাস্তবায়ন এবং কৃষক পর্যায়ে ব্যাপকভাবে আবাদ বাড়াতে বিনার সাথে কৃষিবিদ এগ্রো ফিড একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম ম্যানেজিং ডাইরেক্টর কৃষিবিদ এগ্রো ফিড চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিনার পরিচালক প্রশিক্ষণ ডঃ জাহাঙ্গীর আলম, পরিচালক প্রশাসন ডঃ আবুল কালাম আজাদ, ডঃ ইকরাম-উল হক, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক, মো.ফজলুল হক লাভলু, কৃষিবিদ এগ্রো ফিডের মার্কেটিং ম্যানেজার আমিনুল ইসলাম এবং বিনার বিভাগীয় প্রধান ও বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।
