ঢাকা প্রতিদিন প্রতিবেদক : বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারীদের এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমরা গর্বিত।ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) সেমিনার-২০২২ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২৮ নভেম্বর সোমবার সকালে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তি মিশনে বাংলাদেশের নারীরা কাজ করে যাচ্ছে। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এ জন্য আমরা গর্বিত।
দক্ষিণ এশিয়ায় লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান শীর্ষে বলেও জানান তিনি। নারীর ক্ষমতায়নে তার সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে যেসব নারীরা শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে, তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
ঢাকা প্রতিদিন/এআর