দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় ডাকাতি প্রস্তুতিকালে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মিথ্যা মামলার আসামী নুর আলমের বড় ভাই মোঃ আব্দুর রাজ্জাক। বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের নিমতলাস্থ প্রেসক্লাবে তাস খেলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে বীরগঞ্জ থানার এসএই মোঃ মমিনুল ইসলাম ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার মর্মে মামলা দায়ের করেছেন বলে সংবাদিকের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আব্দুর রাজ্জাক। গত ২২ ফেব্রুয়ারি দিনাজপুর বীরগঞ্জ থানাধীন ২নং পলাশবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ চাপাপাড়া গ্রামের জনৈক মোঃ আসলাম এর গোডাউনের উত্তরে রাজ্জাক এর আম-কাঁঠাল বাগানের ভিতরে বসে তাস খেলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয় বলে তাৎক্ষণিক ঘটনার সময় উপস্থিত ২ জনের স্বাক্ষর নিয়ে স্বাক্ষী বানানো হয়। কিন্তু পড়ে তারা জানতে পারে বীরগঞ্জ থানা পুলিশ তাদেরকে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার করা হয় মর্মে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ২৪, তারিখঃ ২২/০২/২০২১, জিআর ৪৬/২১ (বীরগঞ্জ) ধারা ৩৯৯/৪০০/৪০২ দঃবিঃ। দিনাজপুর বীরগঞ্জ থানায় ডাকাতি প্রস্তুতিকালে দায়েরকৃত মিথ্যা মামলা জানতে পেরে তারা নিজেরাই জেলা নোটারী পাবিলক সাহেবের সমীপে এফিডেভিট করেছেন। প্রথম স্বাক্ষী মোঃ সুয়েল রানা যার এফিডেভিট নং- ৫৭০৫৭৩৮, দ্বিতীয় স্বাক্ষী মোঃ সেরাজুল ইসলাম (৩৫), যার এফিডেভিট নং- ৫৭০৫৭৪০ এবং তারা আরো জানিয়েছেন আসামীর নিকট উদ্ধারকৃত দেশীয় অস্ত্র দেখানো হয়েছে, একটি লোহার তৈরি চাপাতি, নগদ ৫ হাজার ২০০ টাকা, হাসুয়া, চাকু, লাইলন রশি ও ৪ জোড়া পুরাতন স্যান্ডেল যার কোনটাই সত্য নহে। তিনি সাংবাদিকদের নিখুঁদ লিখনির মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরার অনুরোধ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং অপরাধীদের আইনের আওতায় এতে দৃষ্টান্তমুলক শাস্তি আবেদন জানিয়েছেন। ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে দিনাজপুর শহরের নিমতলাস্থ প্রেসক্লাবে তাস খেলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে বীরগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার মর্মে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আসামী নুর আলমের বড় ভাই মোঃ আব্দুর রাজ্জাক।
