বুদ্ধি প্রতিবন্ধী আনু ৪৫ পরিবারকে ফিরে পেতে চায় সে দীর্ঘ চার বছর যাবত দিনাজপুর রেল স্টেশন এলাকায় অবস্থান করছেন , আনু ইস্টিশনের বিভিন্ন দোকানে পানি আনা নেওয়ার করেন এছাড়াও শহরের ভিক্ষাবৃত্তির কাজ করে জীবিকা নির্বাহ করছে , আনু মাঝেমধ্যে বাড়ির জন্য কান্নায় ভেঙ্গে পড়ে , নিজের নাম ও পিতার নাম অসু ছাড়া কিছুই বলতে পারে না তাই কোন পরিবারের নিখোঁজ হয়ে থাকলে বা কোন স হৃদয়বান ব্যক্তি চিনে থাকলে দিনাজপুর রেল ও স্টেশন রোড এলাকার যোগাযোগ জন্য অনুরোধ করা যাচ্ছে শামীম মোবাইল নম্বর- ০১৭৬৭২৩৮৬৭০