ক্রীড়া ডেস্ক: ১৮ নম্বর দলের বিপক্ষে লিগ ওয়ানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)। জোড়া গোল করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।
এমন হারের পরে এমনিতেই মন ভালো থাকার কথা না নেইমারদের। এর মধ্যে যদি দেওয়া হয় খোঁচা তাহলে কেমন হয় বিষয়টা? একেবারে যেনো কাটা গায়ে নুনের ছিটা। পুরো ঘটনা দেখা যাক। পিএসজিকে হারানো লরিয়েন্টের কাছে অবিশ্বাস্য কিছুই।
আর তাদের এই টুইটকে শেয়ার করে নেইমারকে খোঁচা দেয় জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। বুন্দেস লিগার এই ক্লাবটি তাদের টুইটার হ্যান্ডল থেকে লেখে, ‘চারদিকে এসব কি চলছে’। সঙ্গে জুড়ে দেয় একটি মজার ইমোজি।
এর কিছুক্ষণ পরেই সাড়া দেন নেইমার। গত চ্যাম্পিয়ন লিগের আসরে শেষ ষোলো থেকে বুরুশিয়াকে বিদায় করে দেয় পিএসজি। ওই ম্যাচে গোলও করেছিলেন এই ব্রাজিলিয়ান।
দল হার মেনে নিয়ে মাঠ ছেড়েছেন তাই বলে বুরুশিয়াকে সহজে ছেড়ে দেবেন? না নেইমার ছাড়ার পাত্র নন।