শামীম আহমেদ, গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত বেদগ্রাম খালটি শুকিয়ে গেছে। খালের মাঝখান দিয়ে জেগে উঠেছে চর। বিশেষ করে গেটপাড়া এলাকা চলাচলের অযোগ্য হওয়ার সাথে সাথে পর্যাপ্ত পানি না থাকায় এলাকাবাসী নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছে। এলাকার কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে বেদগ্রাম খালের এমন করুন দশা হবে তা কেউ কোনো দিন ভাবেও নাই। খালের বিভিন্ন মুখ বন্ধ হয়ে স্বাভাবিক পানি প্রবাহ ব্যহত হওয়ায় এমন হয়েছে বলে মনে করছে এলাকাবাসী। এ ব্যাপারে জানার জন্য গোপালগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলিমুজ্জামান বিটুর সাথে আলাপ করা হলে তিনি বলেন, খালটি শুকিয়ে যাওয়ায় এলাকাবাসী যারপর নাই ভোগান্তিতে পড়েছে। খাল দেখাশোনা,সংস্কার বা খনন করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তারা দ্রুত খালটি খনন করে এলাকাবাসীর ভোগান্তি নিরসনে উদ্যোগি হবে বলে আশা রাখি।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান বলেন, খালটি সরেজমিন পরিদর্শন করে খননের উদ্যোগ নেওয়া হবে। খালের বন্ধ হয়ে যাওয়া কানেক্টিভিটি পুনরায় চালু করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হবে।