বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় জামালপুরে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, স্মরণ সভা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বুধবার সকালে জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের মিলনায়তনে কলেজের আয়োজনে এই অনুষ্ঠানে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের হিতৈষী সদস্য এবং জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল।
শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামরুন নাহার হ্যাপীর সঞ্চালনায় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও জেলা তাঁতী দলের সভাপতি আনিসুর রহমান লুলু, শিক্ষক প্রতিনিধি ও বিসিবির সাবেক পরিচালক অধ্যাপক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান প্রমুখ।
আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।