ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ২টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। আটককৃতরা হলেন জেলা শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলের আব্দুল জলিলের ছেলে মো. জুয়েল (৩২) ও সরাইলের হালুয়াপাড়ার এরশাদ মিয়ার ছেলে সোহাগ (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২টি বিদেশি রিভলবার ও ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।