ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিজয়ের মাসে প্রতিবন্ধকতাকে জয় করতে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার দেওয়া হয়েছে। দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের মধ্যপাড়ার ইতালি প্রবাসী সুমন আহমেদের উদ্যাগে এই হুইল চেয়ারগুলো বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুদের মধ্যে বিনামূল্যে দেওয়া হয়। এই উপলক্ষে দেওয়ান বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অনুষ্ঠানে শফিকুল ইসলাম সেলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, মোঃ ব্যবসায়ী মাসুদ রানা, হাফেফ জুনায়েদ আহমেদ, এমদাদউল্লাহ্, ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মিয়া প্রমুখ। এসময় হুইল চেয়ার নিতে আসা প্রত্যেককে যাতায়াত খরচ বাবদ ৫শত টাকা ও দুপুরের খাবার দেওয়া হয়। শারীরিক প্রতিবন্ধীরা জানান, সমাজের বিত্তবানরা প্রতিবন্ধীদের সহায়তায় এভাবে এগিয়ে আসলে তাদের কষ্ট আর থাকবে না।