ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নোয়াখালী বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজসহ সারা দেশের নারী ধর্ষনের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা কওমী মাদ্রাসার সাবেক ছাত্র ও সচেতন যুবকরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন মুহাম্মদ ইউসুফ ভূইয়া, হাফেজ মাওলানা আবু ইউসুফ ভূঁইয়া, কওমী প্রজন্ম ঐক্য পরিষদ আহ্বায়ক হাফেজ মাওলানা জুনায়েদ কাশেমী, ভাদুঘর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ (সিরাজী), জেলা সম্বনয়ক বিডি ক্লিন সোহেল মাহমুদ, হাফেজ মওলানা ইসহাক আল মামুন প্রমুখ। বক্তারা ধর্ষনের সঙ্গে যারা জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বাদী জানান।

আড়াই হাজার বাইকের বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন এমপি!
ঢাকা প্রতিদিন অনলাইন || সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এর আগে কখনো আওয়ামী লীগ বা এর কোনো