বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ আসনের জনগণের আস্থার প্রতিক- হাসান মামুন বলেন, বিএনপি’র প্রতি সাধারণ জনগণের আস্থা আছে বলেই, আজকের জনসভায় অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছেন। তিনি জনসভায় বক্তৃতা প্রদানকালে গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উদ্দেশ্য করে বলেন, প্রতিহিংসা করে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা পরিহার করুন। কবে দল গঠন করেছেন ? বিএনপি কোন ব্যক্তির রক্তচক্ষুকে ভয় পায়না।
দশমিনা-গলাচিপা উপজেলার মানুষ সাধারণ ও শান্তপ্রিয়, এমন কোন উস্কানিমূলক কথা বা কাজ করবেননা, যাতে জনগন আপনাকে জোকার মনে করে। ভাওতাবাজি বন্ধ করে মূলধারায় আসুন তা না হলে জনগন আপানকে ছাড়বেনা।
পটুয়াখালী দশমিনা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার (৮ নভেম্বর) বিকেল তিনটায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন এসব কথা বলেন।
উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু’র সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী।
এসময় হাসান মামুন আরো বলেন, বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘ ১৫ টি বছর ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলে মামলা-হামালা, গুম, জেল, জুলুম, হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতনে স্বীকার হয়েছে। ৫ আগষ্ট ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর বিএনপি ও সমমনা দল আজ তাদের বাকস্বধীনতা ফিরে পেয়েছে। বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী, সবসময় জনগনের ভাগ্যউন্নয়নে কাজ করে থাকে। জনগনের আস্থা আছে বলেই ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার শত নির্যাতন সহ্য করে আজও রাজ পথে জনগনের পাশে আছে বিএনপি।
জনসভায় উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সহ সভাপতি ওহাব চোধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জোবায়ের হোসেন আক্কাছ, কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামন মনির, শ্রমিকদলের আহবায়ক অলিউল ইসলাম, ছাত্র দলের সভাপতি কাজী তানজীর আহমেদ রিডেন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।