লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে তিস্তানদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শনিবার (২৬শে সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তাজপুরে নৌকায় করে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেখানকার দুটি স্পার বাঁধে লিকেজ সৃষ্টি হওয়ার ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, তিস্তার ভাঙন প্রতিরোধে ১শ ১৩কিলোমিটার নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার। অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে। মহাপরিকল্পনা নিয়েও আলোচনা চলমান বলে জানান তিনি।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘উজানে বৃষ্টি হলে তা নেমে এসে আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়। নদী ভাঙনের ফলে পানির সাথে পলি নেমে আসে। দেশে বছরে এক বিলিয়ন পলি জমে। প্রতি বছর নদী ভরাট হয়ে চর জেগে উঠছে এবং নদীও গতিপথ পরিবর্তন করছে।’
তিনি আরো বলেন, প্রতি বছর ভাঙন রোধে বাঁধ দেয়া হচ্ছে। কাজ ভালো করতে গেলে কিছুটা সময় লাগে। বড় প্রকল্প বাস্তবায়ন করতে কিছু সময় লাগবে। এ জন্য তিস্তা পাড়ের মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। পরে আদিতমারী উপজেলার মহিষখোঁচা তিস্তাপাড় এলাকায় ভাঙ্গন পরিস্থিতি দেখতে যান প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক এ এম আমিনুল হক, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, আদিতমারী ইউএনও মনসুর উদ্দিন প্রমুখ।