বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যেসব এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস তফসিল অক্টোবর নভেম্বরে বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের ঘটনা তদন্তে কমিটি গঠন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার আয়ারল্যান্ড বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী : দূত শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে ফের যুদ্ধ : নেতানিয়াহু আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা বরখাস্ত হলেন ইউএসএআইডির মহাপরিদর্শক আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করার অধিকার রাখে না : ইশরাক বিজ্ঞানীদের সন্ধানে ছয় কোটি ৯০ লাখ বছরের পুরানো পাখির বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার : ইফা যমুনা সেতুতে আজ থেকে ট্রেন চলাচল বন্ধ অপারেশন ডেভিল হান্ট, গ্রেফতার আরও ৬০৭ জন নিজ বাসা থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে নৌকাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ইবিএল-সিডিএ চুক্তি স্বাক্ষর অনূর্ধ্ব-১৭ ফুটবলে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন মাগুরা মাউশির ডিজির প্রত্যাহার দাবিতে ফের শিক্ষা ভবন ঘেরাও হাঁস না মুরগির ডিম, কোনটি বেশি উপকারী, যা বলছেন পুষ্টিবিদ ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ শিক্ষা হোক বাস্তব ও জীবনমুখী কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা আতিকুলসহ ছয়জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ চাচাকে হত্যা করে নদীতে ফেলা দেয় ভাতিজা, ১২ দিন পর মরদেহ উদ্ধার রানী এলিজাবেথ যে গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন হুটহাট করে জামিন না দেয়ার আহ্বান আসিফ নজরুলের চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের ক্রিকেট আইকন বিরাট কোহলির যাদুকরি ছোঁয়া

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি হাকিয়েছেন ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলি। এতে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরির বিশ^ রেকর্ড গড়েন তিনি। ভেঙে দিয়েছে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বকালের সেরা ৪৯টি সেঞ্চুরির রেকর্ড। তবে স্বদেশী ক্রিকেট আইকনের সাথে যে কোন তুলনার বিষয়ে সতর্ক থাকেন তিনি।

৫ নভেম্বর ৩৫তম জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি হাকিয়ে টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করা কোহলি গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে তার ২৭৯ তম ইনিংসে নতুন মাইলফলক রচনা করেছেন।

কোহলির জীবনী রচয়িতা বিজয় লোকপাল্লি এএফপিকে বলেছেন,‘বিরাট কখনই রেকর্ডের জন্য খেলেননি। তিনি যখন এগিয়েছেন তখনই রেকর্ডগুলো ধরা দিয়েছে।

তার ব্যাটিং দক্ষতা এবং কাজের নৈতিকতা একত্রিত হয়ে যাদুমন্ত্রের সৃস্টি হয়েছে। যা তাকে সুদীর্ঘ এই মাইলফলকের দিকে টেনে নিয়ে গেছে। আর এটি তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেব এবং শচীন টেন্ডুলকারের মতো তারকাদের কাছ থেকে।’

ক্রিকেট-পাগল ভারতীয় এবং বৈশ্বিক ভক্তদের কাছ থেকে কোহলি সেই রকম আবেগপূর্ণ প্রতিক্রিয়া পাচ্ছেন যা এক সময় উপভোগ করেছেন শচিন টেন্ডুলকার। ভারতের সব ভেন্যুতে এখন স্বগৌরবে দেখা যায় কোহলির ১৮ নম্বর জার্সিটি। এই সংখ্যাটি নির্বাচনের মুল কারণ ২০০৮ সালের ১৮ আগস্ট ওয়াডে ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন তিনি। এছাড়া তার পিতা মারা গেছেন ২০০৬ সালের ১৮ ডিসেম্বর। তার সম্মানেই ১৮ নম্বরটিকে বেছে নিয়েছে কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান, তিন ফর্মেটের ক্রিকেটে সর্বমোট ৮০টি সেঞ্চুরির কারণে টেন্ডুলকারের সঙ্গে তুলনা করে আলোচনা উঠতেই পারে। তবে এই বিষয়ে সম্মত নন লোকপাল্লি। তিনি বলেন,‘ তিনি (কোহলি) কারো সঙ্গে নিজের তুলনা পছন্দ করেন না। তার নিজস্ব একটি পরিচয় আছে। আর শচিন টেন্ডুলকারও নিজ পরিচয়ে পরিচিত। দুই জনের স্টাইলও ভিন্ন।

শচিন টেন্ডুলকারকে মোকাবেলা করতে হয়েছে কিছু আগ্রাসী বোলারের। বিরাটও প্রাধান্য বিস্তার করছেন। তবে শচিন অতুলনীয়। বিরাট আজ তার যে ক্রিকেট উপভোগ করছেন, তা শচীন টেন্ডুলকারের সৌজন্যে, ভারতীয় ক্রিকেটের খ্যাতির কারণে।’

বুধবার নিউজিল্যান্ডের পেসার লুকি ফার্গুসনের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে দিয়ে ২ রান নিয়ে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি পূর্ন করেন কোহলি। আনন্দে লাফিয়ে উঠেন তিনি। পরে ওয়াংখেড়ের স্ট্যান্ডে বসা তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা, টেন্ডুলকার এবং ফুটবল গ্রেট ডেভিড বেকহ্যামের দিকে হাঁটু গেড়ে বসেন তিনি।

রেকর্ড সেঞ্চুরি পুর্ন করার পর কোহলি বলেন,‘ কিংবদন্তী (টেন্ডুলকার) শুধু আমাকে অভিনন্দন জানিয়েছেন। এটা স্বপ্নের মত মনে হয়। যা সত্যি হওয়াটা দারুন ব্যাপার।’

নিজের এক্সে (সাবেক টুইটার) টেন্ডুলকার লিখেছেন,‘ একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে এর চেয়ে খুশি আর কি হতে পারে। এবং সেটা সবচেয়ে বড় মঞ্চে – বিশ্বকাপের সেমিফাইনালে – এবং আমার হোম গ্রাউন্ডে, যা কেকের উপর আইসিং এর প্রলেপের মতো।’

কখনও মাঠের যুদ্ধ থেকে দূরে সরে যাননি কোহলি। ক্যারিয়ারে বিতর্ক সব সময় সঙ্গী হওয়া সত্ত্বেও তারকা হিসেবে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন। তার পা ছুঁতে এবং সেলফি তোলার জন্য ভক্তদের পিচ আক্রমণ, ভারতীয় ভেন্যুতে নিয়মিত ঘটনা।

আর্থিক দিক থেকেও খুবই ধনী কোহলি। স্পোর্টিকোর ২০২২ সালের বিশ্লেষন অনুসারে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ৩৩.৯ মিলিয়ন মার্কিন ডলার আয়ের পাশাপাশি ভারতের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

১০ দিন আগে ৩৫ তম জন্মদিনে তিনি যখন তার ৪৯ তম সেঞ্চুরি করেছিলেন, তখন অনুষ্কা ইনস্টাগ্রামে লিখেছিলেন,‘তিনি তার জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী’।


এই বিভাগের আরো খবর