রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন বিআরটিসির অপপ্রচারকারীদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা আমি শাকিবের চেয়ে বেশি শিক্ষিত, বলার পর ব্যাখ্যা দিলেন জায়েদ খান কোন খাবারের সঙ্গে পেঁপে খাওয়া ঠিক নয় বিআরটিসির অপপ্রচারকারীদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিজয় দিবস সম্মাননা পেলেন ৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ৪ জন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় : ওবায়দুল কাদের রাজধানীসহ বিভিন্ন স্থানে ২৬৩টি যানবাহনে আগুন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত : ফায়ার সার্ভিস এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে : আমু নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় : ওবায়দুল কাদের ফরিদপুরে কয়েকদিনের বৃষ্টিতে পিয়াজ চাষের জমিতে পানি জমায় চাষীদের দু:চিন্তা পটুয়াখালী দশমিনায় অবরোধের পক্ষে ছাত্রদলের মশাল মিছিল ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত ৬ বিএনপিই দেশের প্রথম কিংস পার্টি, সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত : তথ্যমন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট স্কুলের ১০ বছর পূর্তি ও বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিশু অপহরণ মামলায় আসামি গ্রেফতার জামালপুর ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থীর দুঃখ প্রকাশ মির্জা ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল জাতীয় পার্টির সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে: ওবায়দুল কাদের দুস্কৃতিকারী ও আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা একযোগে সোচ্চার হোন : তথ্যমন্ত্রী সৌদি আরবের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর কুয়াকাটায় বিপুল পরিমান নিষিদ্ধ জাল উদ্ধার চট্টগ্রাম নগরে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধের দাবি জাপা নেতা নিউটনের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন ফরিদপুরের সালথায় আমন ধানের বাম্পার ফলন নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না তারেক জিয়া: কৃষিমন্ত্রী ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী জাসদ মনোনীত ৭৯ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত

ভারতের ক্রিকেট আইকন বিরাট কোহলির যাদুকরি ছোঁয়া

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি হাকিয়েছেন ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলি। এতে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরির বিশ^ রেকর্ড গড়েন তিনি। ভেঙে দিয়েছে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বকালের সেরা ৪৯টি সেঞ্চুরির রেকর্ড। তবে স্বদেশী ক্রিকেট আইকনের সাথে যে কোন তুলনার বিষয়ে সতর্ক থাকেন তিনি।

৫ নভেম্বর ৩৫তম জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি হাকিয়ে টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করা কোহলি গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে তার ২৭৯ তম ইনিংসে নতুন মাইলফলক রচনা করেছেন।

কোহলির জীবনী রচয়িতা বিজয় লোকপাল্লি এএফপিকে বলেছেন,‘বিরাট কখনই রেকর্ডের জন্য খেলেননি। তিনি যখন এগিয়েছেন তখনই রেকর্ডগুলো ধরা দিয়েছে।

তার ব্যাটিং দক্ষতা এবং কাজের নৈতিকতা একত্রিত হয়ে যাদুমন্ত্রের সৃস্টি হয়েছে। যা তাকে সুদীর্ঘ এই মাইলফলকের দিকে টেনে নিয়ে গেছে। আর এটি তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেব এবং শচীন টেন্ডুলকারের মতো তারকাদের কাছ থেকে।’

ক্রিকেট-পাগল ভারতীয় এবং বৈশ্বিক ভক্তদের কাছ থেকে কোহলি সেই রকম আবেগপূর্ণ প্রতিক্রিয়া পাচ্ছেন যা এক সময় উপভোগ করেছেন শচিন টেন্ডুলকার। ভারতের সব ভেন্যুতে এখন স্বগৌরবে দেখা যায় কোহলির ১৮ নম্বর জার্সিটি। এই সংখ্যাটি নির্বাচনের মুল কারণ ২০০৮ সালের ১৮ আগস্ট ওয়াডে ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন তিনি। এছাড়া তার পিতা মারা গেছেন ২০০৬ সালের ১৮ ডিসেম্বর। তার সম্মানেই ১৮ নম্বরটিকে বেছে নিয়েছে কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান, তিন ফর্মেটের ক্রিকেটে সর্বমোট ৮০টি সেঞ্চুরির কারণে টেন্ডুলকারের সঙ্গে তুলনা করে আলোচনা উঠতেই পারে। তবে এই বিষয়ে সম্মত নন লোকপাল্লি। তিনি বলেন,‘ তিনি (কোহলি) কারো সঙ্গে নিজের তুলনা পছন্দ করেন না। তার নিজস্ব একটি পরিচয় আছে। আর শচিন টেন্ডুলকারও নিজ পরিচয়ে পরিচিত। দুই জনের স্টাইলও ভিন্ন।

শচিন টেন্ডুলকারকে মোকাবেলা করতে হয়েছে কিছু আগ্রাসী বোলারের। বিরাটও প্রাধান্য বিস্তার করছেন। তবে শচিন অতুলনীয়। বিরাট আজ তার যে ক্রিকেট উপভোগ করছেন, তা শচীন টেন্ডুলকারের সৌজন্যে, ভারতীয় ক্রিকেটের খ্যাতির কারণে।’

বুধবার নিউজিল্যান্ডের পেসার লুকি ফার্গুসনের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে দিয়ে ২ রান নিয়ে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি পূর্ন করেন কোহলি। আনন্দে লাফিয়ে উঠেন তিনি। পরে ওয়াংখেড়ের স্ট্যান্ডে বসা তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা, টেন্ডুলকার এবং ফুটবল গ্রেট ডেভিড বেকহ্যামের দিকে হাঁটু গেড়ে বসেন তিনি।

রেকর্ড সেঞ্চুরি পুর্ন করার পর কোহলি বলেন,‘ কিংবদন্তী (টেন্ডুলকার) শুধু আমাকে অভিনন্দন জানিয়েছেন। এটা স্বপ্নের মত মনে হয়। যা সত্যি হওয়াটা দারুন ব্যাপার।’

নিজের এক্সে (সাবেক টুইটার) টেন্ডুলকার লিখেছেন,‘ একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে এর চেয়ে খুশি আর কি হতে পারে। এবং সেটা সবচেয়ে বড় মঞ্চে – বিশ্বকাপের সেমিফাইনালে – এবং আমার হোম গ্রাউন্ডে, যা কেকের উপর আইসিং এর প্রলেপের মতো।’

কখনও মাঠের যুদ্ধ থেকে দূরে সরে যাননি কোহলি। ক্যারিয়ারে বিতর্ক সব সময় সঙ্গী হওয়া সত্ত্বেও তারকা হিসেবে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন। তার পা ছুঁতে এবং সেলফি তোলার জন্য ভক্তদের পিচ আক্রমণ, ভারতীয় ভেন্যুতে নিয়মিত ঘটনা।

আর্থিক দিক থেকেও খুবই ধনী কোহলি। স্পোর্টিকোর ২০২২ সালের বিশ্লেষন অনুসারে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ৩৩.৯ মিলিয়ন মার্কিন ডলার আয়ের পাশাপাশি ভারতের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

১০ দিন আগে ৩৫ তম জন্মদিনে তিনি যখন তার ৪৯ তম সেঞ্চুরি করেছিলেন, তখন অনুষ্কা ইনস্টাগ্রামে লিখেছিলেন,‘তিনি তার জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী’।


এই বিভাগের আরো খবর