আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ধর্ষণকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন তৃণমৃল এমপি ও অভিনেত্রী নুসরাত জাহান রুহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে দায়ী করে নসুরাতের দেয়া একটি স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা চলছে দেশজুড়ে।
ভারতের হাথরাসে ধর্ষণকাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট করেন। তিনি লেখেন, উত্তর প্রদেশে এসব হচ্ছে কী? চারদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ।
সম্বিত পাত্রের এই টুইটের পরেই নুসরাত টুইট করে বলেন, অবশেষে কেউ একজন এই ভয়াবহ বাস্তবতা স্বীকার করেছে। দলিত এবং নারীদের বিরুদ্ধে এই ক্রমবর্ধমান অপরাধ ও নৃশংসতার জন্য নরেন্দ্র মোদি দায়ী।
নুসরাতের টুইটের পরই নেট দুনিয়ায় অনেকেই নুসরাতকে আক্রমণ করে লেখেন, আপনার গুরু মমতা বন্দোপাধ্যায়কে বলুন রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণ করতে।