আন্তর্জাতিক ডেস্ক:
কৃষকদের বিক্ষোভের মুখেই ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হল বিতর্কিত কৃষি বিল। রবিবার রাজ্যসভায় পেশ করা হয় বিল তিনটি।
‘অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন’, ‘কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে ‘কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ নামের বিল তিনটি এর আগে লোকসভাতেও পাশ হয়। রাজ্যসভায় বিলের বিরুদ্ধে বিক্ষোভ জানান বিরোধীরা।
কৃষি বিলকে কৃষকদের মৃত্যু পরোয়ানা বলে আখ্যা দিয়েছে কংগ্রেস। রাজ্যসভায় বিল পেশের সময় মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। এমনকি মাইক কেড়ে নেয়ার চেষ্টাও করা হয়। তুমুল হট্টগোলের জেরে ১০ মিনিট স্থগিত রাখার পর আবার ফের শুরু হয় অধিবেশন।
এদিকে, বিলের বিরুদ্ধে রবিবার সকাল থেকেই পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানাসহ বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভ করেছেন কৃষকরা।
যদিও বিরোধীদের তুমুল প্রতিবাদের মধ্যে রাজ্যসভায় বিল পেশ করে কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বলেন, ‘‘কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার পথে এই বিল কোনও প্রতিবন্ধকতা তৈরি করবে না।’’