আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিমানবাহিনীর মিগ-২১ নামে একটি যুদ্ধবিমান মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিধ্বস্ত হয়েছে। রাজস্থান রাজ্যের সুরাটগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বিমানটি বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন পাইলট। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। খবর এনডিটিভির।
তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে জানতে এরই মধ্যে বিশদ তদন্ত শুরু হয়েছে।
টুইটে আরও জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।