ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে দিবসটি উপলক্ষ্যে ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় স্মৃতিসৌধ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা, কেক কাটা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী, যুবলীগ সাধারন সম্পাদক এজাদুল হক পারুল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী।