মাহাবুব হোসেন, ভুরুঙ্গামারী থেকে:
কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
উক্ত নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী(নৌকা প্রতীক) প্রভাষক সাখাওয়াত হোসেন ২৮২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) জাহাঙ্গীর আলম ২৩৪৮ ভোট পান। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪৮৩জন। এরমধ্যে ৫৮৫৩ জন ভোটার ভোট প্রদান করে।
স্বতন্ত্র তিনজন সহ মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের মৃত্যু হলে পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেয় নির্বাচন কমিশন।