ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে ফের যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী ইকোনো এক্সপ্রেসের ঢাকা মেট্টো-ব-১৫-৬৮৫০ বাসটি ভৈরব কাউন্টারের সামনে আগুন লাগে। বাস চালক স্বাধীন সরকার বলেন- হঠাৎ বাসের পিছনে আগুন দেখতে পেয়ে যাত্রীগণ চিৎকার শুরু করে। আশুগঞ্জ থেকে ঢাকাগামী ওই বাসের যাত্রী মীর খাদেম বলেন-হঠাৎ দেখি বাসের পিছনে আগুন লেগেছে।
ঘটনার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভৈরব থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহীন অগ্নি নির্বাপনে অংশ নেয়। তিনি বলেন ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা হবে। ভৈরবের হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভষ্মিভুত বাসটি জব্দ করে। প্রত্যক্ষদর্শীদের ধারনা ঘটনাটি নাশকতা হতে পারে।
উল্লেখ্য, গত এক মাসের ব্যবধানে একই এলাকায় আরো ২টি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডে চালক নিহত হয়েছিল।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।