বিনোদন ডেস্ক : গত ৩০ বছর ধরে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের প্রিয় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আগামী ৬ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিত্রনায়ক ওমর সানি এবার সভাপতি পদের জন্য প্রার্থী হয়েছেন।
এরইমধ্যে তার নেতৃত্বে একটি প্যানেলও ঘোষণা করা হয়েছে। সেখানে আরও আছেন মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ।
নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোট চাইছেন ভোটারদের কাছে। ভোট চেয়েছেন ওমর সানিও। ফোনে, সোশাল মিডিয়ায় সবখানে সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।
ওমর সানি বলেন, ভোটাররা আমার উপর ভরসা রাখবে আমি জানি। আমি সেক্রেটারি হিসেবে গেল দুটি বছর চেষ্টা করেছি সংগঠন ও সদস্যদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে। সেই সাফল্যের অনুপ্রেরণাতেই এবার সভাপতি হিসেবে প্রার্থী হয়েছি।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।