নিজস্ব প্রতিবেদক:
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত ২৫ অক্টোবর নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ চপার্স ডেন এ এই জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আজ শনিবার (৭ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জানাজার পর সেনাবাহিনী প্রধানের পক্ষে কোয়াটার মাষ্টার জেনারেল (কিউএমজি) লেফট্যানেন্ট জেনারেল মো. সামছুল হক শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শান্তিরক্ষীর মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ী (বি এ কলেজ রোড, বিন্দুপাড়া, জেলাঃ সিরাজগঞ্জ) প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় নিহতের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স কর্পোরাল মো. আব্দুল্লাহ আল মামুন, ৩৭ এসটি ব্যাটালিয়ন, আভিযানিক দায়িত্ব পালনকালে গত ২৫ অক্টোবর ২০২০ তারিখ ‘ডেলে’ নামক স্থানে ব্যান এলকিউআরএফ-১ এর একটি ওয়াটার বাউজার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে নিহত হন। প্রয়াত এ সেনা সদস্যের মরদেহ গত ৬ নভেম্বর সকাল প্রায় সোয়া ৮টায় ঢাকায় হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।

আড়াই হাজার বাইকের বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন এমপি!
ঢাকা প্রতিদিন অনলাইন || সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এর আগে কখনো আওয়ামী লীগ বা এর কোনো