নুসরাত জাহান তামান্না সভাপতি-সাধারণ সম্পাদক আফরোজা সুলতানা রুবি নির্বাচিত
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা পরিষদের সদস্য নুসরাত জাহান তামান্না সভাপতি-সাধারণ সম্পাদক আফরোজা সুলতানা রুবি নির্বাচিত হয়েছে।
সকালে নরসিংদীর মনোহরদী অডিটরিয়ামে মনোহরদী মহিলা লীগের আহবায়ক নাসিমা পারভিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহানাজ পারভিন শিল্পীর পরিচালনায় মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-৩(শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক নুরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফজলুল হক ও সেক্রেটারী প্রিয়াশীষ রায়, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল মজিদ সাদি, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগ ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল বারেক ও সদর আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আব্দুল মোতালিব, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল কালাম আজাদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইয়া, নরসিংদী শহর শ্রমিকলীগ সভাপতি নুর মো. খন্দকার পারভেজ ও সেক্রেটারী শেখ তারিকুল ইসলাম,নরসিংদী জেলা মহিলা লীগের সভাপতি সুমি সরকার (ফাতেমা) ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, যুগ্ম সম্পাদক বিলকিস বেগম ও যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না,যুগ্ম সম্পাদক এড. উাতেমা আক্তার, জেলা মহিলালীগ নেত্রী ফারহানা সরকার সোমা, জেলা মহিলা নেত্রী সালমা আক্তার রাবিন, শিবপুর মহিলা লীগের সাধারন সম্পাদক মোছা: ময়না আক্তার, নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা আরিফ হাসান,শহর শ্রমিকলীগ যুগ্ম সম্পাদক রাহিদুল ইসলাম রনি, বেলাব ছাত্রলীগ নেতা এস এম শোহরাব প্রমুখ।