ডেস্ক রিপোর্ট : পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে বুধবার লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জানি করেছেন। লাহোরের এক ঐতিহাসিক মসজিদে একটি নাচের ভিডিওর শুটিং করেছিলেন তিনি। সেই সূত্রেই তার বিরুদ্ধে মামলা করে লাহোর পুলিশ।
পাকিস্তানের পাশাপাশি বলিউডেও অভিনয় করেছেন সাবা কামার। প্রয়াত অভিনেতা ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
তবে শুধু সাবা কামার নয়, পাকিস্তানি সংগীতশিল্পী বিলাল সাইদের বিরুদ্ধেও জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন আদালতের শুনানি অগ্রাহ্য করেছেন তারা। বারবার আদেশ পাঠানো সত্ত্বেও আদালতে উপস্থিত হননি সাবা ও সাইদ। গত বছর পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছিল লাহোর পুলিশ।
লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খানে নাচের দৃশ্যের শুটিং করে সেই মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন তারা- এমনটাই অভিযোগ। এই ঘটনায় তাদের উপর বেজায় চটেছিল পাকিস্তানের আমজনতাও। এমনকি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে হত্যার হুমকিও দিয়েছিল।
এর পরই প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চান সাইদ ও সাবা। কিন্তু তাতেও শান্ত হয়নি দর্শক। এমনকি এই ঘটনার জেরে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে লাহোরের দুই পুলিশ কর্মকর্তাকে।