নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন সাবেক মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এম আমিনুল হকের স্থলাভিষিক্ত হলেন মহম্মদ আলী। নিয়োগ পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মহম্মদ আলী প্রেষণে যৌথ নদী কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সেই প্রেষণাদেশ প্রত্যাহার করে এই নিয়োগ দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা আমিনুল হক বৃহস্পতিবার অবসরে গেছেন।