পটুয়াখালী দশমিনা উপজেলায় মহিলা অধিদপ্তরের বাশঁবাড়ীয়া ইউনিয়নের জেন্টার প্রমোটর কে প্রকাশ্যে নির্যাতন করায় নির্যাতনকারীর বিচারের দাবিতে আজ বুধবার বিকেল ৫ টায় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে বাঁশবাড়িয়া ইউনিয়নের সাধারণ জনগন।
ঘটনার বিবরণতে জানা যায়, গত শনিবার সকাল ১২ টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে ঐ ইউনিয়ন পরিষদের উদ্দোক্তা মোঃ মহিউদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগম মহিলা অধিদপ্তর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কর্মরত ” জেন্ডার প্রমোটর ” মোসাঃ ফাতিমা বেগমকে মারধর করেন। মহিউদ্দিন চুলের মুঠিধরে মাটিতে শোয়াইয়া চুলের উপর পাড়া দিয়া মধ্যযুগীয় ভাবে নির্যাতন করে । ঐ ঘটনার ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ৯ জুন সকালে মোসাঃ ফাতিমা বেগম দশমিনা থানায় মহিউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিলে তিনদিন অতিবাহিত হয়ে গেলেও কোন প্রতিকার না পাওয়ায় এলাকাবাসি মহিউদ্দিনের বিচারের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহিউদ্দিনের অপকর্মের কোন শেষ নেই। একজন নারীকে প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের সামনে নির্যাতন করে গায়ে হাওয়া লাগিয়ে গুরছে থানায় অভিযোগ দিয়ে বিচার পবেনা তা হতে পারেনা। ৭ দিনের মধ্যে ঐ মহিউদ্দিনকে বিচারের আওয়াতায় না নিলে। আমরা আরো কঠোর হতে বাধ্য হবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী শাহজাহান, সাবেক প্রধান শিক্ষক ও সমাজ সেবক হারুন খান, নরুল হক, রুবেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত প্রক্রিয়াধীন আছে।