মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : রবিবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে কোভিড-১৯ টিকার উদ্বোধন করলেন স্থানীয় এমপি চঞ্চল।
উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।