নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুরের আলামপুরে পারিবারিক কলহের জের ধরে হামলা, লুটপাট, শ্লীলতাহানির অভিযোগ, গুরুতর আহত হয়ে মঞ্জুরা খাতুন নামে এক নারী হাসপাতালে ভর্তি। ৫জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, গত রবিবার বিকালে উপজেলার আলামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম(৪৩) এর সাথে তার ভাই মাহিদুল ইসলামের দীর্ঘ দিনের পারিবারিক শত্রুতা চলে আসছিল। তারই জের ধরে ২রা জানুয়ারী আসামী মাহিদুল ইসলামের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সাইদুলের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে তার স্ত্রী মঞ্জুরা খাতুনের মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। এসময় স্থানীয় লোকজন ছুটে আসলে আসামীরা বাদীপক্ষকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। আহত মঞ্জুরা খাতুন জানান, তার দেবর মাহিদুল ও দেবরের স্ত্রী মহিমা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। সে আরো জানায়, মহিমার ভাই ইমরান ও লাল্টু তার শ্লীলতাহানি ঘটিয়ে ৩২ জাহার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বর্তমানে সে ও তার পরিবারের সকলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামীরা তার পরিবারের সদস্যদেরকে নানান হুমকি ধমকি দিচ্ছে। আহত মঞ্জুরার স্বামী সাইদুল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।