অনলাইন ডেস্ক : মাদারীপুরের রাজৈরে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিষ্ণু নামে এক বখাটের বিরুদ্ধে।
এ ঘটনায় বখাটে বিষ্ণু ও তার সহযোগীর বিরুদ্ধে রাজৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। ঘটনার পর থেকেই দু’জন পলাতক।
স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ির ওঠানের টিউবওয়েলে হাত ধুতে যায় সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী।
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উত্তরপাড়ার এলাকার বখাটে বিষ্ণু কীর্ত্তনীয়া তার বন্ধুর সহযোগিতায় ১৪ বছরের ওই শিক্ষার্থীকে গামছা দিয়ে মুখ ও হাত বেঁধে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত একটি স্থানে নিয়ে দু’দিন আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতা ও তার পরিবারের।
পরে কৌশলে ওই শিক্ষার্থী বাড়ি এসে জানালে পরিবারের লোকজন গতকাল সোমবার রাতে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
নির্যাতিতার হাসপাতালে চিকিৎসা চলছে।
পরীক্ষা শেষে রিপোর্ট প্রদান করা হবে বলে জানায় জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার।
এদিকে মামলা দায়েরের পরে তথ্যপ্রযুক্তির সহয়তায় অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
সূত্র : আরটিভি