নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘ঢাকা প্রতিদিন’। মাল্টিমিডিয়া বিভাগে রিপোর্টার পদে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : মাল্টিমিডিয়া রিপোর্টার, ভিডিও এডিটর, ভয়েস আর্টিস্ট ও স্ক্রিপ্ট রাইটার।
বেতন : আলোচনা সাপেক্ষে
কর্মস্থল : ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক/সমমান ডিগ্রিধারী হতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা বেশি হলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
কাজের ধরন ও অভিজ্ঞতা: মোবাইল জার্নালিজম, ফিল্ড রিপোর্টিং ও ফেসবুক লাইভে পারদর্শী হতে হবে। ভিডিওগ্রাফি, এডিটিং এবং গ্রাফিকস এর প্রাথমিক ধারণা এবং সাবলীলভাবে বাংলা বলার সক্ষমতা থাকতে হবে। সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী, ইতিহাস, সামাজিক ইস্যু, ব্যবসায়, শিল্প সংস্কৃতি, ক্রীড়া ও চারপাশের ঘটনাপ্রবাহ সম্পর্কে ওয়াকিবহাল থাকা।
অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশনের ধারণা। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরির প্রয়োজনে গবেষণা, অনুবাদ ও সম্পাদনা করতে এক্সপার্ট হতে হবে। ফেসবুক, ইউটিউবসহ অন্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যথাযথ প্রক্রিয়ার কনটেন্ট আপলোড করা জানতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি, কপিরাইট ক্লেইম ও স্ট্রাইক ইস্যু সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
দায়িত্বসমূহ :
১. সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কনটেন্ট তৈরি করা ।
২. সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ইভেন্ট কাভার ও উপস্থাপনা ।
৩. ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরির প্রয়োজনে গবেষণা, অনুবাদ ও সম্পাদনা করা ।
৪. গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটরদের সাথে টিম ওয়ার্কের মাধ্যমে কোয়ালিটি কন্টেন্ট তৈরি নিশ্চিত করা।
৫. অন্যান্য টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
৬. কনটেন্ট তৈরির জন্য নিত্য নতুন আইডিয়া উদ্ভাবন করা।
আবেদন জমা দেওয়ার নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে বায়োডাটাসহ নিন্ম ঠিকানায় যোগাযোগ করতে হবে।
ঢাকা প্রতিদিন
১২৮/৪ পূর্ব তেজতুরি বাজার (৪র্থ তলা)
কারওয়ান বাজার, ঢাকা।
মোবাইল ০১৭১২১১৪২৫৫, ০১৭১৭৭০৩৫৯০, ০২৫৫০১২৫২৮
ই-মেইল: dhakaprotidin13@gmail.com