পটুয়াখালী দশমিনা উপজেলায় বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে আজ সোমবার দুপর ২টায় পরিষদ অডিটোরিয়াম হল রুমে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইরতিজা হাসান এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ প্রকল্প পরিচালক, সার্বিক গ্রাম উন্ময়ন কর্মসূচি (সিভিডিপি) ঢাকা মোহাম্মাদ তৌহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক, বিআরডিবি পটুয়াখালী মুহাম্মাদ হাসানুল হক মোল্লা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এস.এম.আরিফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুর রহমান শাহিন, সহকারি শিক্ষা কর্মকর্তা খালিদ হাসান, ব্যবস্থাপক পূবালী ব্যাংক দশমিনা শাখা রুবাইয়াত মোর্শেদ মিশুক, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো.বেল্লাল হোসেন, রিপোটার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন তানভির সহ বিআরডিবি দশমিনা উপজেলা শাখার অন্তভূক্ত বিভিন্ন সমবায় সমিতির সদস্যগন।