অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিসহ মাস্ক পরিধান নিশ্চিত করতে বীমা কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
স্বাস্থ্যসেবা বিভাগের বরাত দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠির প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।
নির্দেশনায় বলা হয়েছে, করোনা সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করা, চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য সব ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করা ও মাস্ক পরিধান বিষয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সামনে দৃশ্যমান স্থানে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’ অথবা ‘মাস্ক পরিধান কারুন, সেবা নিন’ বিষয়ে ব্যানার স্থাপন নিশ্চিত করতে হবে।