মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কোর্ট সংলগ্ন মা ইন্জিনিয়ারিং ওয়াকর্সাব থেকে পশ্চিম সুবিদখালী গ্রামের মো. হাবিবুর রহমান (৩৫) ও মো. মোক্তার হোসেন (৪০) নামের দুই যুবককে গ্রেফতার করেন মির্জাগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ০৮ টায় গোপন সুত্রে, এসআই মো. কামরুল ইসলাম, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই সাইদুর রহমান এর অভিযানে মৃত্যু বজলুর রহমানের ছেলে, মোঃ হবিবুর রহমান মোঃ ইয়াছিন মীর এর ছেলে মোক্তার হোসেনের কাছ থেকে ৩ পিছ ইয়াবা সহ আটক করেন। মির্জাগঞ্জ থানার ওসি এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। তাকে মির্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।