মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নানা আয়োজনে মির্জাগঞ্জে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর্র প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যলয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সুবিদখালী সরকারি র.ই পাইলট বিদ্যালয় মাঠে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো:জসিম উদ্দিন জুয়েল বেপারি, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, মোঃ আবুল বাসার নাসির, সাংগঠনিক সম্পাদক নবগঠিত কমিটি মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, আঃ আজিজ হাওলাদার দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. নেছার উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক মো: ইমরান হাওলাদার, মেহেদী হাসান অন্তর ও বিভিন্ন ইডনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক সহ শাখা ছাত্রলীগের ৩ সহস্রাধিক নেতকর্মী।