মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের চত্বরে প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার এর সভাপতিত্ব করেন। এসময় সংবাদকর্মীরা প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রসাশনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত নোয়াখালীতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির জোর দাবী জানানো হয়। উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়।
