নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় ১৮ আসামির বিরুদ্ধে প্রায় দুই বছর আগে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের পর আজও কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসেননি। সাক্ষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তারা আদালতে সাক্ষ্য দিতে আসছেন না। সাক্ষী না আসায় আলোচিত হত্যা মামলাটির বিচার কার্যক্রম থমকে গেছে।
আলোচিত মামলাটি ঢাকার ৫নং অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। ২০১৮ সালের ৮ নভেম্বর ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর সাক্ষ্যগ্রহণের জন্য আদালত নয়টি ধার্য তারিখ নির্ধারণ করেন। কিন্তু এসব তারিখে আদালতে কোনো সাক্ষী উপস্থিত হননি। সাক্ষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত। আগামী ৪ অক্টোবর মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।