আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত মারা গেলেন মিসরের বিখ্যাত ইসলাম প্রচারক অধ্যাপক ড. আবলা আল কাহলাওয়ি (ইন্না লিল্লাহি … রাজিউন)। রোববার তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। খবর গালফ নিউজ।
১৯৪৮ সালের ১৫ ডিসেম্বর জন্ম নেওয়া এ নারী বহু প্রতিভার অধিকারী ছিলেন। তার বাবা মোহামেদ আল কাহলাওয়ি মিসরের জনপ্রিয় অভিনেতা ও আধুনিক সংগীতশিল্পী ছিলেন।
আবলা আল কাহলাওয়ি ছিলেন একজন মিসরীয় ইসলাম প্রচারক। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য ইসলামিক অ্যান্ড আরবি স্টাডিজ কলেজের আইনশাস্ত্রের অধ্যাপক ছিলেন।
[ আরও পড়ুন : চীন-তাইওয়ান উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহর ]
মুসলিমদের পবিত্র মসজিদে কাবায়ও সান্ধ্যকালীন দরসে নারীদের শিক্ষকতা করতেন ড. আবলা।
কায়রোর দক্ষিণ-পূর্ব এলাকার মোকাত্তাম শহরে এতিম শিশু, ক্যানসার আক্রান্ত রোগী এবং বয়স্ক আলঝেইমার রোগীদের দেখভালের জন্য ‘গুড ওমেন সোসাইটি’ নামেন একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি।