মুকসুদপুর উপজেলার পাথরাইল গ্রামের সন্তান মো: জুয়েল রানা। ঢাকা বিশ্ববিদ্যালয় (অধিকভুক্ত) সরকারি তিতুমীর কলেজ হতে ২০১৫ সালে বিএসসি (অনার্স) এবং ২০১৬ সালে এমএসসি (পদার্থ বিজ্ঞান) সম্পন্ন করে। শিক্ষার্থী জীবনের মধ্যে ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গাজীপুর দি স্কলার্স স্কুল এন্ড কলেজ এবং গাজীপুর আমজাদ আলী পাইলট গার্লস কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছে।
মো: জুয়েল রানা নিজ এলাকার ছেলেমেয়েদের ভবিষ্যতে কথা চিন্তাভাবনা করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাথরাইল কালিদারপাড় বাজারে নিজস্ব জমিতে প্রথম শ্রেনী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রিলিয়ান্ট প্রি-ক্যাডেট স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে।
২০২৫ সালের পহেলা জানুয়ারী হতে বিদ্যালয়ের কার্যকত্রু শুরু হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে তিনি।
৯জন শিক্ষিকা শিক্ষকতা করছেন। অন্যান্য বিদ্যালয়ের থেকে লেখা পড়ার গুনগতমান এবং ডিসিপ্লিনে অল্প সময়ের মধ্যে স্কুলটি এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে। কয়েকদিনের মধ্যেই স্কুলে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে।
এ ব্যাপারে স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো: জুয়েল রানার সাথে আলাপকালে তিনি জানান,দীর্ঘদিন লেখাপড়ার পাশাপাশি গাজীপুর দি স্কলার্স স্কুল এন্ড কলেজ এবং গাজীপুর আমজাদ আলী পাইল্ট গার্লস কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছি। আমার নিজ এলাকার ছেলেমেয়েদের
কে প্রকৃতভাবে লেখাপড়ায় গড়ে তোলার লক্ষ্যেই এই স্কুলটি তৈরি করেছি। এলাকার মানুষ সার্বিকভাবে সহায়তা করলে উপজেলার মধ্যে সেরা স্কুল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি জানান।