মুকসুদপুর উপজেলা একাডেমীর উদ্ধোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
গতকাল সোমবার বিকাল ৫টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলায় শিল্পকলা একাডেমীর সভাপতি মো: আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সেবগাতুল্লাহ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক ও শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য মো: শহিদুল ইসলাম বেলায়েত,মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমীর আজীবন সদস্য মো: ছিরু মিয়া ও উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম প্রমূখ। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের নেতৃত্বে এই প্রথমবারের মত মুকসুদপুর উপজেলায় “উপজেলা শিল্পকলা একাডেমী” নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান সেলিমকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে।