মুকসুদপুর এসএসসি ও সমমান পরীক্ষার আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে দুইটি কেন্দ্র থেকে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রভাকরদী দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো: হাবিব খন্দকার ও সালিনাবক্স দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ইয়ামিন মোল্লা এবং সরকারী মুকসুদপুর কলেজ কেন্দ্র থেকে হাদিউজ্জামান মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ের ভকেশনালের পরীক্ষার্থী জিসানকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে।