ময়মনসিংহের মুক্তাগাছায় পৌর তাঁতীলীগের আহবায়ক এ কে এম মাজহারুল হক বিপ্লব সরকারকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুুলিশ। গতকাল বুধবার রাতে শহরের লক্ষীখোলাস্থ বাসা থেকে গ্রেফতার করে তাকে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান,৭ অক্টোবর ২০২৪ তারিখে দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে গ্রেফতার করে মুক্তাগাছা থানা হেফাজতে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।