বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যেসব এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস তফসিল অক্টোবর নভেম্বরে বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের ঘটনা তদন্তে কমিটি গঠন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার আয়ারল্যান্ড বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী : দূত শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে ফের যুদ্ধ : নেতানিয়াহু আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা বরখাস্ত হলেন ইউএসএআইডির মহাপরিদর্শক আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করার অধিকার রাখে না : ইশরাক বিজ্ঞানীদের সন্ধানে ছয় কোটি ৯০ লাখ বছরের পুরানো পাখির বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার : ইফা যমুনা সেতুতে আজ থেকে ট্রেন চলাচল বন্ধ অপারেশন ডেভিল হান্ট, গ্রেফতার আরও ৬০৭ জন নিজ বাসা থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে নৌকাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ইবিএল-সিডিএ চুক্তি স্বাক্ষর অনূর্ধ্ব-১৭ ফুটবলে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন মাগুরা মাউশির ডিজির প্রত্যাহার দাবিতে ফের শিক্ষা ভবন ঘেরাও হাঁস না মুরগির ডিম, কোনটি বেশি উপকারী, যা বলছেন পুষ্টিবিদ ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ শিক্ষা হোক বাস্তব ও জীবনমুখী কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা আতিকুলসহ ছয়জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ চাচাকে হত্যা করে নদীতে ফেলা দেয় ভাতিজা, ১২ দিন পর মরদেহ উদ্ধার রানী এলিজাবেথ যে গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন হুটহাট করে জামিন না দেয়ার আহ্বান আসিফ নজরুলের চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

মুরাদনগরে রোহিঙ্গা যুবকে সনদ দেওয়ায় ডিবির হাতে আটক ইউপি সচিব

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর
শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ইউপি সচিব ইসমাইল কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুনানন্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মুরাদনগর উপজেলার নিমাইকান্দি এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় কুমিল্লা গোয়েন্দা পুলিশ।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি পাসর্পোট করতে এসে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের হাতে আটক হন। তখন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবককে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত যুবক মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াছিন জানান, মিয়ানমার থেকে ২০ দিন আগে বাংলাদেশে এসে কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ব্লকে অবস্থান নেন। পরে চাচাত ভাই ওসমানের মাধ্যমে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশারফ নামে দুই দালালের কাছে পাসপোর্ট করার চুক্তি করেন।

চুক্তি অনুযায়ী হাসান মাহমুদ ও মোশারফ মুরাদনগর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঘোড়াশাল গ্রামের ভুয়া ঠিকানা দিয়ে রোহিঙ্গা যুবক ইয়াছিনের নামে জন্ম নিবন্ধন সনদ বানিয়ে নিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশ বিষটি তদন্ত করে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ কয়েকজনের সম্পৃক্ততা তথ্য পায় । এঘটনার প্রায় ৪ মাস পর ইউপি সচিব ইসমাইলকে মুরাদনগর থেকে গ্রেফতার করেন (ডিবি) পুলিশ।

মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন বলেন, “ প্রায় চার মাস আগে ইউনিয়ন পরিষদের সফটওয়্যার হ্যাক করে একটি সংঘবদ্ধ চক্র। তখন আমি বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক, ইউএনও স্যারসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবগত করেছি। জন্ম নিবন্ধনের সাথে অবৈধ পন্থায় যারা জড়িত তাদের আইনি প্রক্রিয়ায় বিচার হউক।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন দেয়ার মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউপি সচিব ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।

এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা জন্ম নিবন্ধন সংক্রান্ত সরকারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা চালু রাখাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর