নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পরীক্ষামূলক মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল জাদুঘর উদ্বোধনের পরে সংবাদ সম্মেলনের পর তিনি এই কথা বলেন।
এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মেট্রোরেলের প্রকল্প পরিচালক আফতাবউদ্দিন আহমেদসহ অনেকে ছিলেন।
এম এ এন সিদ্দিকী বলেন, এই মাসের ২০ তারিখে জাপান থেকে ওয়াগনসহ রেল দেশের উদ্দেশে রওনা দেবে। ২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে।
তিনি বলেন, আগামী জুলাই মাসে আমরা অগ্রগতির ওপর নির্ভর করে ফাইনাল বলতে পারব ডিসেম্বরে চালু করা হবে কি না।