মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে পাখি ভ্যানের ধাক্কায় হাদিছুর রহমান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাদিছুর রহমান মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের শেখপাড়া এলাকার জসিরুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আমঝুপি-গাঁড়াডোব সড়কের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী হাফিজুল ইসলাম জানান, শিশুটি তার কয়েকজন বন্ধু নিয়ে রাস্তার উপর খেলা করছিল। এসময় একটি পাখি ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় হাদিছুর রহমান। পাখির ভ্যানের মালিক গাংনী উপজেলার গাঁড়াডোব জলিবীলপাড়া এলাকার মান্নান পালিয়ে গেছে।
এদিকে একমাত্র শিশুপুত্রকে হারিয়ে পিতা জসিরুল ইসলাম ও মা মদিনা খাতুন এখন পাগলপ্রায়।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি শাহ দারা খান জানান, নহিত শিশুটির মরদেহ উদ্ধার করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছেছে। পরিবারের পক্ষ থেকে আবেদন দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০২ বছরে গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ। জ্ঞান আহরণ ও বিতরণের গৌরবময় ইতিহাস নিয়ে ১০২ বছরে পদার্পণ করলো দেশের