মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, ভিপি সোহেল ও মোংলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার জাহাঙ্গীর হোসেনের সুস্থতা কামনায় কবরস্থান জামে মসজিদে শুক্রবার বাদ আসর মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনÑ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিলন, দপ্তর সম্পাদক ইউনুছ মাস্টার, জাতীয় শ্রমিকলীগ আঞ্চলিক শাখার আহ্বায়ক, বন্দর শ্রমিক কর্মচারী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক নুর আলম বাচ্চু প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান।