আন্তর্জাতিক ডেস্ক:
মোদী সরকার জুন মাসে তিনটি কৃষক-বিরোধী অধ্যাদেশ জারি করেছিল।
ভারতে নতুন কৃষিবিলের প্রতিবাদে মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাবের অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। বিজেপির পুরনো জোটসঙ্গী ও এনডিএ জোটের অন্যতম শরিক দলের এই নেত্রী বৃহস্পতিবার পদত্যাগ করেন।
মন্ত্রিসভায় অকালি দলের একমাত্র সদস্য ছিলেন তিনি। পরে তিনি টুইটারে জানান, চাষী বিরোধী কোনো সিদ্ধান্তে শরিক তিনি হতে পারবেন না। মোদী সরকার জুন মাসে তিনটি কৃষক-বিরোধী অধ্যাদেশ জারি করেছিল।
কংগ্রেস-সহ বিরোধী নেতৃত্বের অভিযোগ, সেখানে কৃষকদের স্বার্থ না দেখে শিল্পপতি, ব্যবসায়ীদের স্বার্থ দেখা হয়েছে। যদিও বিলটি পাশ হওয়ার অকালি দল তার সমর্থন করছিল।কিন্তু সম্প্রতি পাঞ্জাব-হরিয়ানা থেকে বিভিন্ন রাজ্যের কৃষকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করার পর পদত্যাগের ঘোষণা দিলেন হরসিমরত।